ক্যাট ফুড কি ক্ষতিকর?বাচ্চা বিড়ালকে কি খেতে দিবেন?জেনে নিন

ক্যাট ফুড কি বিড়ালের জন্য ক্ষতিকর? বিড়াল ঠিকমতো খেতে চাচ্ছে না? সময় বাচাতে ক্যাটফুড খাওয়াতে চান কিন্ত ক্ষতি হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? বাচ্চা বিড়ালের জন্য আদর্শ খাবার কি? কত সপ্তাহে বাচ্চা বিড়ালকে কি খেতে দিবেন? বিড়াল সঠিক পুষ্টি পাচ্ছে কিনা কিভাবে বুঝবেন? মা ছাড়া বাচ্চা বিড়ালের খাবার কিভাবে বানাবেন? এসব নিয়েই আজ কথা বলবো বিস্তারিত। শখের বশে বিড়াল পুষতে গিয়ে সে হয়ে যায় পরিবারের সদস্য। বিড়াল পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়াই দায়। বিড়ালের সঠিক পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে আমরা দুশ্চিন্তায় ভুগি। ক্যাট ফুড খেতে দিতে চাচ্ছেন কিন্ত ভয় পেয়ে দিচ্ছেন না? চলুন আজ জেনে নেই ক্যাটফুড ক্ষতিকর কিনা, বাচ্চা বিড়ালের জন্য কেমন খাবার বেছে নিবেন? বাচ্চা বিড়ালকে কি কি খেতে দেয়া যাবে? ক্যাটফুড দেয়া যাবে কিনা! এসব নিয়ে আদ্যপান্ত।

ক্যাট ফুড কি?

বিড়ালের সঠিক পুষ্টি ও বিকাশের জন্য অতিরিক্ত যে বাজারজাত খাবার খাওয়ানো হয় সেটাই ক্যাট ফুড। ক্যাট ফুড ড্রাই, ওয়েট, সেমি ড্রাই, সেমি ওয়েট, ঘরে তৈরী ক্যাট ফুড ইত্যাদি। ক্যাট ফুড সাধারণত প্যাকেটে বা টিনের ক্যান আকারে পাওয়া যায়।

ক্যাট ফুড কি বিড়ালের জন্য ক্ষতিকর?

 

ক্যাট ফুড বিড়ালের জন্য ক্ষতিকর নয়। তবে আপনি যদি ক্যাট ফুড খাওয়ানোর সঠিক নিয়ম না জানেন, নকল না কমদামী ক্যাটফুড কেনেন, যথেষ্ট পরিমাণে পানি না খাওয়ান, অন্য খাবার না দিয়ে শুধুই ক্যাটফুড খাওয়ান তাহলে বিড়ালের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। ক্যাটফুডে বিভিন্ন পুষ্টিকর উপাদান ও ভিটামিন থাকে যা বিড়ালের সুস্থতায় ও পর্যাপ্ত পুষ্টি সরবরাহে ভীষণ উপযোগী। এটি বিড়ালের বৃদ্ধি ও বিকাশে জরুরী। তবে মনে রাখতে হবে যে ক্যাট ফুড একটি সাপলিমেন্টারি খাবার, এর পাশাপাশি বিড়ালকে স্বাভাবিক খাবার ও দিতে হবে এবং অবশ্যই পর্যাপ্ত পানি দিতে হবে। তাই সঠিক নিয়ম মেনে সঠিক পরিমাণে ক্যাট ফুড বিড়ালকে অবশ্যই খাওয়াতে পারবেন এবং এতে ভয়ের কিছুই নেই।

বাচ্চা বিড়ালকে কি ক্যাট ফুড দেয়া যাবে

বাচ্চা বিড়ালকে ক্যাট ফুড দেয়া যাবে কি?

বাচ্চা বিড়ালের জন্য যে বাড়তি খাবার পাওয়া যায় সেটাকে কিটেন ফুড বলা হয়। ক্যাট ফুড বড় এবং পরিণত বিড়ালের জন্য প্রযোজ্য। কিটেন ফুড এবং ক্যাট ফুড এক নয়। তাই ভুলেও নবজাতক বিড়ালকে ক্যাট ফুড দিবেন না। এদের জন্য কিটেন ফুড কিনতে হবে। কিটেন ফুড কিছুটা নরম ও পাতলা পানিযুক্ত হয় যা বাচ্চা বিড়ালের উপযোগী।

বাচ্চা বিড়ালকে কি ধরনের খাবার খেতে দিবেন

বাচ্চা বিড়ালকে কি ধরনের খাবার খেতে দিবেন?

জন্মের পর থেকে পরিণত হওয়া পর্যন্ত বাচ্চা বিড়ালের জন্য খাবারের বিভিন্নতা রয়েছে। বাচ্চা বিড়ালের দাত ও মাড়ি পরিপুষ্ট নয় এবং এদের হজম শক্তিও কম। তাই বাচ্চা বিড়ালের খাবার নির্বাচনে সাবধান থাকতে হবে। বিড়ালছানাও জন্মের পর মায়ের বুকের দুধ খায়। তবে একসাথে অনেকগুলো বাচ্চা হলে কিংবা মা ছাড়া বাচ্চার ক্ষেত্রে বুকের দুধ দিয়ে পুষ্টি সরবরাহ করা সম্ভব না। তাই বাচ্চা বিড়ালের জন্য ফর্মুলা দুধ এবং কিটেন ফুড বেছে নিতে হবে।

কোন বয়সে বাচ্চা বিড়ালকে কি খাবার খেতে দিবেন

কোন বয়সে বাচ্চা বিড়ালকে কি খাবার খেতে দিবেন?

নবজাতক:

সদ্যজাত মা ছাড়া বিড়ালের বাচ্চাকে অল্প পরিমান ইনফ্যান্ট ফর্মুলা দুধ অল্প পরিমানে বাচ্চাকে দেয়া যেতে পারে। চলুন দেখে নেই নবজাতক বাচ্চার জন্য কি খাবার বেছে নেয়া যেতে পারে।

Nestle Lactogen 1 Baby Milk (0-6 Months) - 400g
Nestle Lactogen 1 Baby Milk (0-6 Months) - 400g

২-১২ মাস বয়সী:

এই বয়সে বাচ্চা বিড়ালকে কিটেন ফুড দিতে হবে। সেইসাথে পানি ও ইনফ্যান্ট ফর্মুলাও দিতে পারেন। চলুন দেখে নেই ২-১২ মাস বয়সী বাচ্চা বিড়ালের জন্য উন্নতমানের কিটেনফুড কোনগুলোঃ

১ বছরের উর্ধ্বে:

১ বছরের বেশি হলে বাচ্চা বিড়ালকে কিটেন ফুড দিতে হবে। পাশাপাশি মুরগির মাংস, গরুর মাংস, সামুদ্রিক মাছ, সি ফুড ইত্যাদি সেদ্ধ করে খাওয়াতে পারবেন। চলুন দেখে নেই এক বছরের বেশি বয়সী বাচ্চার জন্য উন্নতমানের কিটেন ফুড কোনগুলোঃ

বিড়ালের বাচ্চাকে খাওয়ানোর সঠিক নিয়ম কি?

  • নবজাতক বাচ্চা বিড়ালকে সিরিঞ্জে দুধ ও পানি ভরে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাওয়াতে হবে।
  • কিটেন ফুড নরম করে বা সামান্য পানি মিশিয়ে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে পাত্র পরিষ্কার করে নিতে হবে।
  • না খেতে চাইলে অল্প করে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে।
  • কোনো অসুবিধা পরিলক্ষিত হলে অবিলম্বে ভেট এর পরামর্শ নিতে হবে।

বিড়ালের সুস্থতা ও পুষ্টি নিশ্চিত করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। পানি ও তরল যাতে পর্যাপ্ত পায় তার যথাযথ ব্যাবস্থা করতে হবে। কোনো অসুবিধা বা অসুস্থতা টের পাওয়া মাত্রই বিশেষজ্ঞ ভেটের পরামর্শ নিতে ভুলবেন না।