বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিয়ের সুন্দর মুহূর্তের স্মৃতি সবাই আজীবন মনে রাখে। বিয়ের মধ্যেও ছেলেদের ব্যতিব্যস্ত থাকতে হয় নানা কাজে । অধিকাংশ ছেলেরা নিজেদের যত্নে উদাসীন থাকে। তবে, বিয়ের দিন সবাই চায় নিজেকে দেখতে সুন্দর লাগুক। তাছাড়া বিয়েতে কনেরা ভারি সাজ নেয়। ফলে বিয়ের আসরে কনের ভারি সাজের সাপেক্ষে বরকে একদমই সাদামাটা লাগে। তাই আজকাল ছেলেরাও বিয়েতে মেকআপ নেয়। যাতে বরের সাজে নিজেকে সুন্দর ও আত্নবিশ্বাসী লাগে। বেশিরভাগ ছেলদেরই মেকআপ সম্পর্কে ধারনা নেই। বিয়েতে কী পরবে, কিভাবে সাজবে তা নিয়ে দ্বিধার মধ্যে থাকে। বিয়ের মেকআপ সম্পর্কে জানা থাকলে ব্যাপারটা সহজ হয়ে যায়। আধুনিক তরুণেরা অবশ্য বিয়ের মেকওভারের প্রতি অনেক আগ্রহী। আসুন জেনে নিই, বরের কেন মেকআপ প্রয়োজন? বর কেন মেকআপ করবে? বিয়েতে বরের মেকআপ কীরকম হতে পারে? বরের মেকআপ করতে কী কী লাগে? বরের মেকআপ করার উপায়, বিয়েতে বরের মেকআপ করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
বরের কেন মেকআপ প্রয়োজন?
আসলে ছেলেরাও মেকআপ নিবে ব্যাপারটা একসময় কল্পনাতীত ছিল। তবে এখন যুগ বদলেছে, মানুষের চিন্তা ভাবনাতেও এসেছে যুগান্তকারী পরিবর্তন। এখনকার ছেলেরা নিজেদের ব্যাপারে আগের চেয়ে সচেতন।
- বিয়ের অনুষ্ঠান আয়জন, শপিং, বাজার সব কাজেই ছেলেদের জড়িত থাকতে হয়। ফলে ছেলেদের কিছুটা হলেও ক্লান্ত দেখায়। এই ক্লান্তির ছাপ দূর করতে মেকআপের দরকার হয়।
- বিয়েতে নিজেকে সবার কাছে সুন্দর ও গ্রহণযোগ্য করে তলার জন্য এখনকার বরেরা মেক আপ নেয়।
- এখনকার বিয়েগুলোতে কয়েকটি ধাপে “ ওয়েডিং ফটোগ্রাফি” হয়। বরকে ক্যামেরা লাইটের উপযোগী করে তোলার জন্য মেকআপ দিতে হয়, নইলে মুখের দাগ স্পষ্ট বুঝা যায়।
- কনেরা মূলত বিয়ের সাজে জমকালো সাজ নেন। এক্ষেত্রে কনের পাশে বরকে যাতে মানানসই লাগে , সেজন্য বরের মেকআপ দরকার।

বিয়েতে বরের মেকআপ কীরকম হতে পারে?
বিয়ে মানেই অনেক মানুষের সমাগম, হুল্লোড়, জমকালো ব্যাপার। তাই বিয়ের সাজটাও হতে হবে একটু জমকালো। মেকআপের ক্ষেত্রে অনেক ধরনের শেড ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ ছেলেরাই চান না , তাঁরা যে মেকআপ করেছেন তা বুঝা যাক। তাই বরের মেকআপ এর জন্য নো মেকআপ- মেকআপ লুকটাই সবচেয়ে মানানসই। এছাড়া নিজেদের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ বেছে নেওয়া উচিত। বরের যদি অয়েলি স্কিন থাকে তাহলে ম্যাট লুকের মেকআপ নিতে হবে। আবার ত্বক যদি শুষ্ক থাকে তাহলে ………, মিশ্র ত্বকের ক্ষেত্রে যেকোনো মেকআপই ভালো লাগবে ।
বরের মেকআপ করতে কী কী লাগে?
ছেলে মেয়ে নির্বিশেষে মেকআপের জন্য ব্যাসিক কিছু প্রোডাক্ট লাগেই। ছেলেরা যেহেতু মেকআপে একদমই অভ্যস্ত না, তাই এ ব্যাপারে জানাশোনা কম। বরের মেকআপ করতে যা যা ব্যবহার করা হয় তা জানা থাকলে আপনি হয়তো নিজ বাসাতেই বিয়ের মেকআপ করতে পারবেন। বিয়ের সময় বরের মেকআপ করতে যা যা দরকার হয় সে সম্পর্কে এখন আলোকপাত করা যাক-
১.যেকোনো মশ্চেরাইজার ক্রিম
২.প্রাইমার
৩.কনসিলার
৪.ফাউন্ডেশন
৫.লুস পাউডার
৬.হাইলাইটার
৭.সেটিং স্প্রে
৮. আইলাইনার
৯. লিপবাম
১০. হেয়ার জেল

বিয়েতে বরের মেকআপের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
বিয়েতে বরের মেক আপের জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে-
- চেহারার ক্লান্তির ছাপ কমাতে আর ত্বকের সজীবতা ফিরিয়ে আনতে মেকআপের আগে ফেসিয়াল করে নিতে হবে। ময়লা ত্বকে মেকআপ ঠিকঠাক বসে না।
- বরের মেকআপে যেন ন্যাচারাল লুকের হয়। সরাসরি কেউ যেন বুঝতে না পারে।
- ফাউন্ডেশন যেন ত্বকের চেয়ে গাঢ় রঙের না হয়।
- হাইলাইটারের ব্যবহার সীমিত রাখা।
- বিয়ের কয়েকদিন আগে থেকেই চুল-দাড়ি কাটা, বডি স্পা, হেয়ার স্পা, হেয়ার কালার, ফেয়ার পলিশ, পেডিকিউর, মেনিকিউর সব সম্পন্ন করা।
- ঠোঁটের কালো ভাব দূর করার জন্য বিয়ের কয়েকদিন আগে থেকেই মধু, লেবু, চিনি কিংবা লিপজেল ব্যবহার করতে হবে।
বরের মেকআপ করার উপায়
- পছন্দমাফিক ফেসিয়াল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে।
- সাজের শুরুতেই ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে হবে।
- এরপর বিবি ক্রিম কিংবা ফাউণ্ডেশন দিতে হবে। ফাউণ্ডেশনের সময় ত্বকের রঙ এর সাথে মানানসই কিনা খেয়াল রাখতে হবে।
- মুখে ও গলায় মেকআপ ভালোমতে ব্লেন্ড করে নিতে হবে, যেন ত্বকের উপর ভেসে না থাকে।
- চোখের নিচের কালি বা মুখের দাগ দূর করতে কন্সিলার ব্যবহার করতে হবে।
- সাজ দীর্ঘস্থায়ী করার জন্য দেওয়া হয় সেটিং স্প্রে ব্যবহার করতে হবে ।
- হেয়ার জেল বা হেয়ার স্প্রে ব্যবহার করে চুল সেট করে নিতে হবে যাতে দীর্ঘক্ষন চুলের স্টাইল বজায় থাকে।