লেদারের ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করতে চান? চামড়ার ব্যাগে ভাজ পড়ে গেছে? লেদারের ব্যাগে ছত্রাক দেখলে কি করবেন? চামড়ার তৈরী লেডিজ ব্যাগ কিভাবে যত্নে রাখবেন? লেদারের ব্যাগ কিভাবে সংরক্ষণ করা উচিত? লেদারের ব্যাগে পানি কিংবা হেক্সিসল ব্যাবহার করা যাবে কি? আজ জানবো এসব বিষয়ে বিস্তারিত। লেদারের ব্যাগের চাহিদা যেনো অমলিন। তরুণী থেকে প্রৌঢ়া নারী সবার কাছেই লেদারের ব্যাগের চাহিদা থাকে তুঙ্গে। লেদারের লেডিজ ব্যাগগুলো সব ধরনের এবং সব রঙের পোশাকের সাথেই মানানসই। সব বয়সের নারীই লেদারের তৈরী ব্যাগগুলো তাদের সংগ্রহে রাখতে পছন্দ করে। কারো কারো ক্ষেত্রে বিভিন্ন স্টাইলের লেডিজ ব্যাগ সংগ্রহ করাটা নেশার মতো। কিন্ত শখের লেদার ব্যাগে ভাজ পড়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে তা ভীষণ কষ্টের। আপনার কোনো ভুলের কারণেই কি নষ্ট হয়ে যাচ্ছে আপনার শখের দামী লেদার ব্যাগটি? কোন মারাত্মক ভুলগুলো এড়িয়ে চললে লেদারের ব্যাগ দীর্ঘদিন টিকবে, কিভাবে লেদারের ব্যাগের যত্ন নিতে হবে চলুন জেনে নেয়া যাক, সেইসাথে দেখে নিন চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটি লেডিজ ব্যাগের কালেকশন।

লেদারের ব্যাগ নষ্ট হওয়ার প্রধান কারণ কি কি?
- আর্দ্রতা।
- ভুল পদ্ধতিতে সংরক্ষণ।
- পানিতে ভেজানো।
- অ্যালকোহল বা হেক্সিসল দিয়ে পরিষ্কার করা।
- চুলের তেল, শ্যাম্পু বা কন্ডিশনার দিয়ে পরিষ্কার করা।
- অতিরিক্ত ছত্রাক পড়লে।
- বৃষ্টির পানিতে ভিজলে।
- ভাজ করে রাখলে।
- অতিরিক্ত ভারী কিছু বহন করলে।
- চাপাচাপি করে অতিরিক্ত জিনিস ভরলে।
- দীর্ঘদিন অব্যাবহৃতভাবে রেখে দিলে।
- নকল ও কমদামী পণ্য হলে।
- ভেজা অবস্থায় সংরক্ষণ করলে।

লেদারের ব্যাগ দীর্ঘদিন কিভাবে টিকিয়ে রাখবেন?
- আর্দ্রতামুক্ত খোলামেলা পরিবেশে রাখতে হবে।
- সংরক্ষণের সময় একটি খবরের কাগজ পেচিয়ে বা বায়ুনিরোধী ব্যাগে রাখতে হবে।
- লেদারের জন্য বিশেষভাবে প্রস্ততকৃত কন্ডিশনার ব্যবহার করতে হবে।
- কোনোভাবে ভিজে গেলে সম্পূর্ণ শুকিয়ে সংরক্ষণ করতে হবে।
- ভাজ না করে গোল করে কাগজে মুড়িয়ে রাখতে হবে।
- যথাসম্ভব হালকা ওজনের জিনিসপত্র বহন করতে হবে।
- ছত্রাক পড়লে দ্রুত লেদার কন্ডিশনার দিয়ে তুলা দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
- দীর্ঘদিন অন্ধকার পরিবেশে না রেখে মাঝে মাঝে হালকা রোদে ১০-১৫ মিনিট রাখতে হবে।
- চকচকে করতে হালকা ১-২ ফোটা নারিকেল তেল আলতো করে লাগাতে পারেন। তবে কখনোই অতিরিক্ত তেল বা চুলের কোনো প্রসাধনী লেদারের ব্যাগে ব্যবহার করবেন না।

লেদারের ব্যাগ দীর্ঘদিন রাখতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন-
- পানিতে ভেজাবেন না।
- হেক্সিসল বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন না।
- কখনোই ভাজ করবেন না। কাগজ ভরে রাখতে পারেন শেইপ ঠিক রাখার জন্য।
- অতিরিক্ত জোরে ঘষবেন না।
- আর্দ্র পরিবেশে বা অন্ধকারে দীর্ঘদিন রাখবেন না।
- তীব্র রোদে দীর্ঘক্ষণ রাখা যাবে না।
- ডিটারজেন্ট, চুলের তেল, শ্যাম্পু বা কন্ডিশনার প্রয়োগ করা যাবে না।
- চেইন খোলার সময় আঙুল দিয়ে ধরে আস্তে খুলতে হবে। জোরে খোলা যাবে না।
- অতিরিক্ত জিনিস ভরে জোরপূর্বক চেইন আটকানোর চেষ্টা করবেন না।