গরমেও নষ্ট হবে না ঈদের সাজ!! দেখে নিন ৩ টি সহজ কৌশল

গরমে ঈদের সাজ নষ্ট হওয়ার ভয়? তীব্র গরমেও ঈদের সাজ ঠিকঠাক রাখতে চান? গ্রীষ্ম শুরু না হলেও গরমের দাবদাহ টের পাচ্ছে দেশবাসী। রোজার শেষ দশক আসতে না আসতেই মেয়েদের ঈদের সাজ নিয়ে প্ল্যানিং শুরু হয়ে গেছে। কিন্ত গরমের তাপে মেকআপ গলে পড়ার আশংকা তো থেকেই যায়। তীব্র গরমে ভারী মেকআপ গলে পুরো ঈদের সাজগোজ নষ্ট করতে দিতে পারে। তাই বলে কি ঈদের সাজ ছাড়াই কাটবে ঈদ? একদমই না। তীব্র গরমে ভারী মেকআপ না করে বরং ঈদের হালকা সাজ বেশি মানানসই। যত দামী ফাউন্ডেশনই হোক না কেনো, সেটা কিছুসময় পর অক্সিডাইজ হয়ে যায়। গরমের তাপে অক্সিডাইজ হয়ে যাওয়া ফাউন্ডেশন ঘাম আর ধুলাবালির সাথে মিশে মুখের জায়গায় জায়গায় জমে থাকে। ফলে নষ্ট হয়ে যায় ঈদের সাজ। এই গরমে ঈদের সাজ সারাদিন ভালো রাখতে হলে আপনাকে মেনে চলতে হবে ৩ টি সহজ কৌশল। সেইসাথে ঈদের পোশাকও হতে হবে আরামদায়ক।

গরমে ঈদের সাজ ভালো রাখার সহজ তিনটি কৌশলঃ

গরমে মুখ বেশি ঘামে। ফলে ঘামের তীব্রতায় মেকআপ ও ঈদের সাজ টিকিয়ে রাখা কঠিন। যেহেতু ঈদের আগেই গরম আবহাওয়া শুরু হয়ে গেছে, তাই ঈদের পোশাক হালকা রঙের হলেই ভালো হয়। ঈদের পোশাক বাছাই করতে কটন, অরগাঞ্জা, জরজেট, কিংবা সফট সিল্ক বেছে নিতে পারেন। তবে পোশাক যেনো খুব ভারী বা মোটা কাপড়ের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেই কোন ৩ টি সহজ কৌশলে গরমে ঈদের সাজ ভালো থাকবে।

ত্বক প্রস্তত করে নিন

১. ত্বক প্রস্তত করে নিন

গরমে মেকআপ মুখে বসতে চায় না। আবার অনেক ক্ষেত্রে ভেসে থাকে, ঠিকমতো ব্লেন্ড হয় না। ঘামে ভেজা বা অপরিষ্কার মুখে মেকআপ বসবে না সেটাই স্বাভাবিক। তাই ঈদের সাজ শুরু করার আগে ত্বক প্রস্তত করে নিতে হবে। এজন্য ৫ টি ধাপ মেনে চলতে হবে।

  • প্রথমে মুখ টিস্যু দিয়ে মুছে টোনার লাগিয়ে ৫-৬ মিনিট রাখুন।
  • এবার ভালো কোনো স্ক্রাব  দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
  • মুখ ধুয়ে টিস্যু চেপে চেপে মুছে নিন। এখন মুলতানি মাটির পেস্ট বা মুলতানি মাটির ক্রিম মুখে লাগিয়ে ৮-১০ মিনিট রাখুন।
  • এখন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
  • এখন কয়েকটি বরফের কিউব পুরো মুখে ১০-১৫ মিনিট ঘষে নিন। বরফ ঘষতে না চাইলে একটি পাত্রে বরফের কিউব পানিতে ডুবিয়ে রেখে মুখ বারবার সেই পাত্রে ডুবিয়ে নিতে পারেন।
বেইজ মেকআপ সেট করে নিন

 বেইজ মেকআপ সেট করে নিন

  • প্রথমেই একটি ভালোমানের প্রাইমার লাগিয়ে নিতে হবে।
  • প্রাইমারের পর মুখে সেটিং স্প্রে দিয়ে শুকিয়ে নিন। 
  • ড্রাই স্কিন হলে ময়শ্চারাইজার লাগাতে পারেন। তবে স্বাভাবিক ত্বক হলে বা তৈলাক্ত হলে ময়শ্চারাইজার স্কিপ করতে পারেন। সানস্ক্রিন বা সানব্লক লাগাতে ভুলবেন না।
  • হাতের তালুতে কিছু পরিমান ফাউন্ডেশন নিয়ে সেখান থেকে অল্প অল্প করে ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে নিন। 
  • খুব বেশি গরম থাকলে অথবা আপনার ঘাম বেশি হলে সেক্ষেত্রে ফাউন্ডেশনের পরিবর্তে সিসি ক্রিম ও কনসিলার দিয়ে বেইজ করে নিতে পারেন। 
  • ভালোমানের একটি কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন।
  • প্রতিটি প্রোডাক্ট লাগানোর পর ১-২ মিনিট বিরতি দিয়ে পরের প্রোডাক্ট ব্যবহার করুন। একসাথে লাগালে কোনো প্রোডাক্টই মুখে ভালোভাবে ব্লেন্ড হবে না।
ঈদের সাজ ঘাম থেকে দূরে রাখার উপায় বেছে নিন

ঈদের সাজ ঘাম থেকে দূরে রাখার উপায় বেছে নিন

  • ভারী কাজযুক্ত কিংবা মোটা ধরনের ড্রেস বেছে নিলে স্বাভাবিকভাবেই সারা শরীর প্রচুর ঘামতে শুরু করে। তাই এই গরমে ঈদে আরামদায়ক পোশাক বেছে নিতে হবে যাতে ঘাম কম হয়।
  • অ্যান্টিপারস্পিরেন্ট রোল অন বা বডি স্প্রে লাগিয়ে নিন যাতে ঘাম না হয়।
  • ওয়াটারপ্রুফ মেকআপ প্রোডাক্ট বেছে নিন।
  • চোখে গর্জিয়াস বা শিমারি আই লুক না করে হালকা পিচ বা হালকা গোলাপি রঙের আইশ্যাডো লাগিয়ে নিন।
  • চোখের ওয়াটারলাইনে কাজল লাগিয়ে হালকা স্মাজ করে নিন। চাইলে চোখের ওপরেও আইলাইনার না লাগিয়ে কাজল দিয়ে নিতে পারেন।
  • আইলাইনার খুব হালকা করে লাগিয়ে নিন।
  • গালে পিচ বা হালকা গোলাপি ব্লাশন দিয়ে হাইলাইটার দিয়ে মুখে হাইলাইট করে নিন।
  • ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগাতে হবে। ন্যুড বা ডার্ক শেড পোশাকের রঙ অনুযায়ী বেছে নিন।

এই তিনটি উপায়ে ঈদে সহজেই সাজ ধরে রাখতে পারবেন সারাদিন। ঈদের হালকা সাজ আর আরামদায়ক পোশাকে ঈদ হোক আনন্দময়।